কওমি কণ্ঠ রিপোর্টার :
বাংলাদেশ পুলিশে ফের বড় রদ-বদল করা হয়েছে। বাহিনীটির অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৬২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদ-বদল করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের ৬২ কর্মকর্তাকে নতুন করে পদোন্নতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখকৃত স্থানে বদলি করা হলো।
জানা গেছে, এই ৬২ কর্মকর্তার মধ্যে শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমানকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে বদলি এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারী কমিশনার (অতি. পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মনছুরা আক্তারকে সিলেটের বিশ্বনাথ-ওসমানীনগর-বালাগঞ্জ সার্কেল এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।
বিশ্বনাথ-ওসমানীনগর-বালাগঞ্জ সার্কেলে ৩ বছর ধরে হিসেবে দায়িত্ব পালন করেছেন অতি. পুলিশ সুপার আশরাফুজ্জামান আশিক (পিপিএম- সেবা)। তিনি চলতি বছরে তিনি আইন-শৃঙ্খলার রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখার কারণে সিলেট জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। ২০২৩ সালের এপ্রিলে তাঁকে এ সার্কেলে পদায়ন করা হয়।
এর আগে আশরাফুজ্জামান কমলগঞ্জ-শ্রীমঙ্গলের সার্কেল এএসপি হিসেবে দায়িত্ব পালন করেন। ছিলেন র্যাবেও কর্মরত।