বিমান বিধ্বস্ত : নি হ ত বেড়ে ৩৫

কওমি কণ্ঠ ডেস্ক :

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মাসুমা (৩২) নামের আরও একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল ১০টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। আর হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ৪৮ জন।

এদিকে, শুক্রবার (২৫ জুলাই) হাসপাতালটিতে চিকিৎসাধীন ৫ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।