কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট মহানগরের জল্লারপাড় এলাকায় দুটি দোকানে হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে। একটি শিশুর বোতল ফেলাকে কেন্দ্র করে রোববার (২৭ জুলাই) বেলা আড়াইটার দিকে এ হামলা ঘটনার ঘটে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জল্লারপাড় এলাকার খাজা সুপার মার্কেটের একটি দোকানের জমিদার রাজন আহমদের একটি শিশুছেলে খেলতে খেলতে ৪ তলা থেকে একটি বোতল নিচে ফেলে দিলে সেটি জল্লারপাড় এলাকার বাসিন্দা রায়হান আহমদের মালিকানাধীন দোকানের সামনে পড়ে। এ নিয়ে রাজনের সঙ্গে ওই দোকানের কর্মচারীদের বাক-বিতন্ডা হয়। পরে বিষয়টি প্রতিবেশী ব্যবসায়ীরা মিটমাট করে দেন।
কিন্তু বেলা আড়াইটার দিকে রায়হান আহমদ ধারালো অস্ত্র নিয়ে রাজন আহমদের মালিকানাধীন ‘লিজেন্ট’ ও তার চাচার মালিকানধীন ‘ইম্প্রেশন’ নামক দুটি কাপড়ের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেন।
খবর পেয়ে দ্রুত পুলিশ চলে আসলে রায়হান আহমদ সটকে পড়েন।
এ বিষয়ে রাজন আহমদ কওমি কণ্ঠকে বলেন- আমি এখন মামলা দায়ের করতে থানায় যাচ্ছি। রায়হান একজন মাদকাসক্ত ও একটি মারামারির মামলার আসামি। আমি ও আমার চাচার পরিবার এবং আমার দোকানের ভাড়াটিয়া ব্যবসায়ীরা নিরাত্তাহীনরতায় আছেন।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াইল হক কওমি কণ্ঠকে বলেন- খবর পেয়ে পুলিশ টিম ঘটনাস্থলে গিয়েছে। লিখিত অভিযোগ বা মামলা দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।