কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট মহানগরের জালালাবাদ থানাধীন হাওলাদারপাড়ায় এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (২৭ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পরিবারের লোকজন ওই গৃহবধূর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত দেবার্চনা তালুকদার বৃষ্টি (৩২) হাওলাদারপাড়ার রনি দে’র স্ত্রী।
আত্মহত্যার বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-উর রশীদ বলেন- ওই নারীর মানসিক অসুস্থতা ছিলো। মানসিক অসুস্থতা থেকে তিনি আত্মহত্যা করেছেন।