- ১২টি নৌযানকে জরিমানা
কওমি কণ্ঠ ডেস্ক :
সুনামগঞ্জের হাওরে সুলতান-৪ নামে এক হাউসবোট কর্তৃপক্ষের বিরুদ্ধে ভোক্তা অধিকারে মামলা করেছেন ঢাকার এক পর্যটক। এদিকে রোববার লাইসেন্সবিহীন ১২টি নৌযানকে করা হয়েছে জরিমানা।
এ মামলায় আগামী ৬ আগস্ট সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে শুনানির দিন ধার্য করেছেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। এর আগে গত ২৬ জুলাই ভোক্তা অধিকারে মামলা করেন ঢাকার পর্যটক মাহাবুর আলম সোহাগ।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, হাউসবোটের রুম বুকিং দেওয়ার জন্য চলতি মাসের ৭ জুলাই নির্ধারিত নম্বরে যোগাযোগ করেন। এই নম্বরে মেহেদি নামে এক ব্যক্তি ঢাকা অফিস থেকে কথা বলেন। তিনি হাওরের সুলতান-৪ এর ঢাকার এজেন্ট। তাঁর মাধ্যমেই ২২ ও ২৩ জুলাইয়ের জন্য একটি এসি কেবিন ও দুইটি নন-এসি কেবিন বুক করে অগ্রিম ৪০ হাজার টাকা দেওয়া হয়। মোট ৬২ হাজার ৫০০ টাকা বিল হয়। কথা ছিল হাউসবোট সুনামগঞ্জের শাহেববাড়ি ঘাট থেকে হাওরের উদ্দেশে ছেড়ে যাবে এবং যাত্রা শেষে একই স্থানে নামিয়ে দেবে। হঠাৎ আগের দিন ২১ জুলাই রাতে জানানো হয়, বোট তাহিরপুরের আনোয়ারপুর থেকে ছাড়বে। সুনামগঞ্জ থেকে আনোয়ারপুরের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। সুনামগঞ্জে গাড়ি থেকে নেমে আনোয়ারপুরে যেতে হবে সিএনজিতে। সেখানে বাড়তি খরচ হলেও কিছু টাকা বোট কর্তৃপক্ষ দিয়েছে। বোটে তিনজনের জন্য একটি রুম বুকিং করা হলেও দেওয়া হয় দুজন থাকার এক বেডের একটা রুম। বারবার সেখানকার দায়িত্বে থাকা ম্যানেজারকে বিষয়টি বললেও তিনি গুরুত্ব দেননি। অথচ এ প্রসঙ্গ এড়িয়ে বাকি টাকার জন্য চাপ দিতে থাকে। তাৎক্ষণিক বিষয়টি ঢাকায় তাদের এজেন্ট অফিসকে জানালেও সমাধান দিতে পারেননি।
বিষয়টি ২৩ জুলাই দুপুরে হাওরের সুলতান-৪ এর এমডি রুহুল আমিনকে মৌখিকভাবে জানিয়েছি। তিনি দেখবেন বলে আর কিছু জানাননি। এ ছাড়া বোটে যেসব খাওয়া-দাওয়ার তালিকা তারা প্রচার করে থাকে, তার বেশির ভাগেরই মিল ছিল না। পুরো টাকা পরিশোধ করে কোম্পানির প্যাডে বারবার রিসিট চাইলেও দেননি।
হাওরের সুলতান-৪ এর এমডি রুহুল আমিন বলেন, এমন অভিযোগ পাওয়ার পরেই ঢাকার এজেন্টকে বাদ দেওয়া হয়েছে। নিম্নমানের খাবার দেওয়ার বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
হাউসবোট অ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত আকন্দ বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। এ মামলা নিষ্পত্তিতে শুনানির জন্য আগামী ৬ আগস্ট উভয় পক্ষকে ডাকা হয়েছে বলে জানিয়েছেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।
এদিকে টাঙ্গুয়ার হাওরে নৌপরিবহন অধিদপ্তরের লাইসেন্স না থাকায় ১২টি হাউসবোটকে দুই লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করেন নৌপরিবহন অধিদপ্তরের স্পেশাল অফিসার মেরিন সোসাইটি থান্দার কামরুজ্জামান।
এ বিষয়ে তিনি বলেন, টাঙ্গুয়ার হাওরে হাউসবোটের নৌপরিবহন অধিদপ্তরের লাইসেন্স না থাকায় ১২টি হাউসবোটকে দুই লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
(মূল রিপোর্ট : সমকাল)