- ধর্ষক গ্রেফতার
কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে আরেকটি ধর্ষণকাণ্ড ঘটেছে। এবার সিলেটের বিশ্বনাথে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সিএনজিচালিত এক অটোরিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মোবশ্বির আলী (৩৫) উপজেলার সদর ইউনিয়নের হিমিদপুর গ্রামের মৃত মজমিল আলীর ছেলে।
বুধবার (১২ মার্চ) বেলা ২টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এছাড়া ভিকটিম শিশুটিকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে।
পুলিশ সূত্র জানায়, ভিকটিম একই এলাকার ভাড়াটে বসবাসকারী জনৈক টমটম চালকের শিশু কন্যা। গত সোমবার (১০ মার্চ) বিকেল ৫টায় বাসার সামনেই খেলা করছিল সে। এসময় টাকা দিয়ে কৌশলে অন্য শিশুদের দোকানে পাঠিয়ে বাসার ভেতর নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুুক্ত অটোচালক মোবশ্বির আলী। ঘটনার সময় গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন ভিকটিমের পিতা। মঙ্গলবার রাতে বাসার ফিরে পরিবার ও মেয়ের কাছ থেকে ঘটনাটি শুনে সকালে বিশ্বনাথ থানায় হাজির হয়ে মামলা (নাম্বার-৭) দেন।
পরে অভিযুুক্তকে গ্রেফতার করে পুলিশ।
শিশুর পিতা জানান, আমি গ্রামের বাড়িতে ছিলাম। এই সুযোগে সে আমার মেয়েকে পাশবিক নির্যাতন করেছে। আমি এর উপযুক্ত বিচার চাই।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুুরী বলেন, ধর্ষককে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।