কওমি কণ্ঠ রিপোর্টার :
গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় সিলেটে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আহত সাংবাদিকদের এবার টার্গেট করেছে প্রতারক চক্র। এসব সাংবাদিকদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে লাখ টাকা পর্যন্ত অনুদান প্রদানের লোভ দেখিয়ে প্রতারণার চেষ্টা করছে চক্রটি। এমনই ঘটনা ঘটেছে দৈনিক শ্যামল সিলেট’র সিনিয়র স্টাফ রিপোর্টার মাওলানা আতিকুর রহমান নগরীর সঙ্গে।
তিনি জানান- আজ রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে তাঁর ব্যবহৃত মুঠোফোন নাম্বারে প্রতারক চক্রের ফোন নাম্বার (0 1781-917247) থেকে একটি কল আসে। এসময় আতিকুর রহমান নগরীর কাছে ছাত্র-জনতার আন্দোলনকালীন আহত হওয়ার বিষয়ে জানতে চায় এবং তাঁর ব্যাংক অ্যাকাউন্টে ১ লাখ টাকা পাঠানো হবে বলে লোভ দেখায়। তবে টাকা পাঠানোর আগে ফোনে বিভিন্ন তথ্য প্রদানের জন্য বলা হয়। তথ্য নেওয়ার জন্য দুটি নাম্বার (09666-777777 ও 09678-666666) থেকে বেশ কয়েক বার কল আসলেও তিনি রিসিভ করেননি।
পরে ইন্টারনেটে সার্চ করে নগরী দেখেন- ইতোমধ্যে এসব নাম্বার থেকে অনেককে কল দিয়ে এভাবে প্রতারণা করা হয়েছে।
এই প্রতারক চক্র থেকে সাবধান থাকার জন্য সাংবাদিকসহ সবার প্রতি অনুরোধ জানিয়েছেন আতিকুর রহমান নগরী।