কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের ওসমানীনগর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জামায়াত নেতা পরিচয়ে উপজেলা ভূমি অফিসে অনৈতিক তদবির এবং তদবির না শুনায় সরকারি কর্মকর্তাকে হুমকির দায়ে এক যুবককে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৮ জুলাই) দুপুরে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ যুবককে দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. মাহবুবুর রহমান (৩২)। তিনি উপজেলার সাদীপুর ইউনিয়নের সাদিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
জানা গেছে, মাহবুবুর রহমান নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক ও জামায়াত নেতা পরিচয় দিয়ে সম্প্রতি তার পরিবারের একটি যৌথ ভূমির নামজারি করানোর জন্য উপজেলা সহকারী কমিশনার (এ্যাসিল্যান্ড)-সহ অন্যান্য কর্মকর্তাকে চাপ প্রয়োগ করছিলেন। তার অনৈতিক এ তদবির না মানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীনকে ছাত্রদের নিয়ে অফিস ঘেরাও করে ভাঙচুর করার হুমকি প্রদান করেন মাহবুব।
সোমবারও (২৮ জুলাই) তিনি ভূমি অফিসে উপস্থিত হয়ে একই কাণ্ড ঘটাল তাকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করা হলে তিনি দোষ স্বীকার করে জবানবন্দী প্রদান করলে আদালত তাকে ২ মাসের কারাদণ্ড ও ৫শ টাকা অর্থদন্ড প্রদান করেন। পরে পুলিশ জেল হাজতে প্রেরণ করে।
কারাগারে পাঠানোর বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া।