সিলেটে ছিনতাইয়ের শিকার হোটেল কর্মচারী, আটক ২

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে পরিচিতজনের ফাঁদে পড়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক হোটেল কর্মচারী। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

ওই হোটেল কর্মচারীকে ছিনতাই করে প্রাইভেট কারযোগে তাকে নিয়ে শহরে ফেরার পথে মঙ্গলবার (২৯ জুলাই) রাত ১০টার দিকে এয়ারপোর্ট রোডের ‘গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট’র সামন থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ গ্রামের আব্দুল হকের ছেলে সাইফুল ইসলাম (২৫) ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর গ্রামরে জাহাঙ্গীর আলমের ছেলে লিমন আহমদ জয় (২৬)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- মহানগরের জিন্দাবাজার এলাকার একটি রেস্ট হাউজের কামাল হোসেন নামের এক কর্মচারী প্রতিদিনের ন্যায় কাজে শেষে মঙ্গলবার রাত ৯টার দিকে বাসার উদ্দেশ্যে রওনা হন। পথে পূর্বপরিচিত ব্যক্তি তামিম নামের একজন তাকে বেড়ানোর প্রলোভন দেখিয়ে প্রথমে মোটরসাইকেলে উঠায় এবং পরে হাউজিং এস্টেট এলাকা থেকে প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ-১২-৬৪৭৯) উঠায়। আগে থেকে প্রাইভেটকারে থাকা ৪ জন কামালকে সালুটিকর ব্রিজের দক্ষিণ পাশে নিয়ে গিয়ে মারধর করে তার মোবাইল ফোন  ও সঙ্গে থাকা  ৩ হাজার ৮০০ ছিনিয়ে নেয়। পরে অভিযুক্তরা কামাল হোসেনকে অজ্ঞাত স্থানে ফেলে দেওয়ার উদ্দেশ্যে সালুটিকর থেকে বাইপাস হয়ে বাইশটিলা এলাকায় যাওয়ার পথে স্থানীয় বাজারে উপস্থিত জনতা দেখে কামাল হোসেন শোরচিৎকার দিলে লোকজন তাদের গাড়িকে ধাওয়া দেয়। একপর্যায়ে গাড়িটি ‘গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট’র সামনে পৌঁছালে কৌশলে প্রাইভেট কারের জানালা দিয়ে বের হয়ে যান।

এসময় স্থানীয় লোকজনের সহায়তায় এয়ারপোর্ট থানাপুলিশ ছিনতাইকারী সাইফুল ইসলাম ও লিমন আহমদ জয়কে আটক করে। 

এসময় তাদের কাছ থেকে প্রাইভেট কার জব্দ করে পুলিশ। 

পরে তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় কামাল হোসেন মামলা দায়ের করলে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।