কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট মহানগরের সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে ও যানজট নিরসনে অবিরাম কাজ করছে মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এবার গাড়ি পার্কিং নিয়ে ৩টি নতুন নির্দেশ দেওয়া হয়েছে এসএমপি’র পক্ষ থেকে।
নির্দেশগুলো হচ্ছে- মহানগর এলাকায় রাস্তার সংযোগস্থলের কেন্দ্রবিন্দু হতে ২৫ গজ পর্যন্ত পার্কিং নিষিদ্ধ, দুই লেনের সড়কে কোনো ধরনের পার্কিং না করা এবং নির্ধারিত পার্কিং স্থানে সিগন্যাল লাইনের ভেতরে অনুমোদিত সংখ্যক যানবাহন রাখতে হবে।
এ নির্দেশনাগুলো অমান্য করলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।