তালিকা চাইলেন ডিসি : চিহ্নিত হলে নিবেন ব্যবস্থা
কওমি কণ্ঠ রিপোর্টার :
গত ১৮ ডিসেম্বর শেষরাতে টঙ্গী বিশ্ব ইজতিমার মাঠ প্রস্তুতকরণ ও পাহারার কাজে নিয়োজিত তাবলিগের সাথীদের উপর সাদপন্থী সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ মুসল্লি নিহত হয়েছেন। এই হামলায় সিলেট থেকে সাদপন্থী কতিপয় লোক জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে।
সেদিন সন্ধ্যারাতে সিলেটের দক্ষিণ সুরমার বদিকোনাস্থ সাদপন্থী মারকাজ মসজিদের সামনে থেকে গাড়ি ভর্তি করে ঢাকার উদ্দেশ্যে লোকজন রওয়ানা দিয়েছেন বলে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য।
হামলায় জড়িত থাকা সিলেটিদের শাস্তি দাবি করেছেন আলেম-সমাজ ও তৌহিদি জনতা। এটিসহ আরও ৩ দাবিতে রোববার (২২ ডিসেম্বর) সিলেট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপি গ্রহণকালে সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ আলেম ও তাওহিদি জনতাকে বলেন- সিলেট থেকে যারা ওইদিন ইজতেমার মাঠে উপস্থিত হয়ে সংঘর্ষে অংশ নিয়েছিলেন তাদের তালিকা দিলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়- গত ১৮ ডিসেম্বর ফজরের পূর্বে টঙ্গী বিশ্ব ইজতিমার মাঠ প্রস্তুতকরণ ও পাহারার কাজে নিয়োজিত তাবলিগের সাথীদের উপর উগ্র সাদপন্থী সন্ত্রাসীরা বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। এ সময়ে তাবলিগের সাথীগণ ক্লান্ত-শ্রান্ত ও ঘুমন্ত ছিলেন। তাদের নৃশংস হামলায় চার মুসল্লি শাহাদাত বরণ করেন এবং পাঁচ শতাধিক আহত হন। আহতদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় বিভিন্ন হাসপাতালে এখনো চিকিৎসাধীন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে সিলেটের আলেম ও তাওহিদি জনতার পক্ষ থেকে সরকার ও প্রশাসনের কাছে ৪ দাবি। সেগুলো হচ্ছে- ১. অতর্কিত হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার ও বিচার নিশ্চিত করা। ২. সিলেটের দক্ষিণ সুমরার বদিকোনায় তাবলিগি মারকাজ নামীয় সন্ত্রাসীদের আস্তানা বন্ধ ও জেলার সকল মসজিদে সাদপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা। ৩. সিলেট জেলা থেকে যেসব সাদপন্থী সন্ত্রাসী টঙ্গীর ইজতিমা মাঠে নৃশংস হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছেন, অনতিবিলম্বে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা এবং ৪. তাদের মূল পরিকল্পনাকারী, নির্দেশদাতা, ইন্ধনদাতা, অর্থযোগানদাতা ও সহযোগীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করা।
সিলেট মহানগরের বন্দরবাজার জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি ওলিউর রহমান, সিলেট মহানগর কাওমি মাদরাসা ঐক্য পরিষদের সমন্বয়ক মাওলানা সৈয়দ শামীম আহমদ, দরগাহ হযরত শাহজালাল রাহ. জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজ আসজাদ আহমদ, কাজিরবাজার মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবীব আমদ শিহাব ও সিলেট খোজারখলা মারকাজের শুরা সদস্য নোমানী চৌধুরী স্বাক্ষরিত স্মারকলিপিটি প্রদানকালে উপস্থিত ছিলেন- ফরিদাবাদ জামেয়ার পরিচালক হাফিজ মাওলানা ফখরুজ জামান, দারুল সালাম মাদরাসার শিক্ষক মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবিরী ও সাংবাদিক মাওলানা আতিকুর রহমান নগরী প্রমুখ।