কওমি কণ্ঠ রিপোর্টার :
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সিলেট বিভাগজুড়ে শ্বাসতন্ত্রের সংক্রমণ ও ডায়রিয়ার প্রকোপ উদ্বেগজনক হারে বেড়েছে। গত দুই মাসের বেশি সময় ধরে এসব রোগে আক্রান্ত হয়ে বিভাগের চার জেলায় হাজারো মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটেছে প্রাণহানিও।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী- ২০২৫ সালের ১ নভেম্বর থেকে ২০২৬ সালের ১০ জানুয়ারি পর্যন্ত সিলেট বিভাগে শ্বাসতন্ত্রের সংক্রমণে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৮৮৫ জন। এর মধ্যে সিলেট ও মৌলভীবাজার জেলায় রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।
এই একই সময়ে শ্বাসতন্ত্রের সংক্রমণে সিলেট বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, একই সময়ে ডায়রিয়ায় সিলেট বিভাগে ভর্তি হয়েছেন ৭ হাজার ১৫২ জন। এর মধ্যে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় রোগীর চাপ বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সিলেট শহরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে বর্তমানে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে।
চিকিৎসকরা জানিয়েছেন- শিশু ও বয়স্কদের মধ্যে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ঠান্ডাজনিত কাশি ও ভাইরাসজনিত ডায়রিয়ার প্রকোপ বেশি দেখা যাচ্ছে।
চিকিৎসকরা বলছেন- শীতকালে শুষ্ক ও ঠান্ডা বাতাসের কারণে ভাইরাস দ্রুত ছড়ায়। পাশাপাশি ধুলাবালি ও দূষণের কারণে শ্বাসনালির সমস্যা বেড়ে যায়। তাই এই সময়ে মাস্ক ব্যবহার, গরম কাপড় পরা, বিশুদ্ধ পানি পান এবং ডায়রিয়া হলে দ্রুত স্যালাইন গ্রহণ অত্যন্ত জরুরি।
শীতের এই সময়ে সিলেট বিভাগের হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়তে থাকায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্যবিভাগ।