র‍‍্যাব-৯ ধরলো ৩ ‘হ ত্যা কা রী কে’

কওমি কণ্ঠ রিপোর্টার :

র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯ এর অভিযানে হত্যা মামলার ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) দিবাগত মধ্যরাতে সুনামগঞ্জ পৌর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার সোনাপুর গ্রামের গেদা মিয়া (৫০) ,মো. সুজন মিয়া (৪৪) ও আলী হোসেন (২৩)। 

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- সোনাপুর গ্রামের কবির আহমদ হত্যা মামলার আসামি এ ৩ জন। হত্যাকাণ্ডের পর তারা পালিয়ে যান। অবশেষে তাদের গ্রেফতার করেছে র‍‍্যাব। 

পরে তাদের সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।