দক্ষিণ সুরমায় গৃহবধূর আ ত্ম হ ত্যা

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের দক্ষিণ সুরমায় এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (১২ মে) সকালে ওই গৃহবধূর ঝুলন্ত লাশটি উদ্ধার করে পুলিশ।  

আত্মহত্যাকারী নাজনিন বেগম (২৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার গোপালপুর গ্রামের কাওসার আহমদ উজ্জ্বলের স্ত্রী।

উজ্জ্বল স্ত্রী-সন্তানদের নিয়ে দক্ষিণ সুরমার পিরোজপুর আবাসিক এলাকার আওলাদ হোসেনের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. মিজানুর রহমান কওমি কণ্ঠকে জানান- নাজনিনের স্বামী কাওসার আহমেদ উজ্জল পেশায় গাড়িচালক। তাদের দুই সন্তান রয়েছে। প্রতিদিনের মতো রবিবার দিবাগত রাতেও সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সোমবার সকাল ৯টার দিকে উজ্জ্বল ঘুম থেকে উঠে দেখতে পান- তার স্ত্রীর দেহ পাশের রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে।

পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। 

ওসি জানান- লাশের ময়না তদন্ত হবে। উজ্জলের আরও দুই স্ত্রী রয়েছেন। তারা অন্যত্র থাকেন। নাজনিন তৃতীয় স্ত্রী। পারিবারিক মনোমালিন্য থেকেই ওই গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন।