সিলেটে হাসপাতালে যত জন ডেঙ্গু রোগী ভর্তি

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে এখনো পিছু ছাড়েনি ডেঙ্গু নিয়ে উদ্বেগ। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। 

তবে এরই মাঝে সুখবর হচ্ছে- চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে এ রোগে কেউ মারা যাননি। 

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর কার্যালয়ের তথ্যানুযায়ী- গত ২৪ ঘণ্টায় সিলেটে মোট ২ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালগুলোতে ৮ (আট) জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। 

এছাড়া ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৮৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

এর মধ্যে সিলেট জেলায় ২৪ জন, মৌলভীবাজার জেলায় ১৬ জন, হবিগঞ্জ জেলায় ৪০ জন এবং সুনামগঞ্জ জেলায় ৯ জন। 

পরবর্তীতে তারা সবাই সুস্থ হয়ে উঠেছেন।