কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের সীমান্তে অর্ধকোটিরও বেশি টাকার চোরাই পশু ও পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র টহল দল বুধবার (২৬ মার্চ) ভোররাতে এসব মালামাল জব্দ করে।
বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সিলেট জেলার সীমান্তবর্তী শ্রীপুর, পান্তুমাই, প্রতাপপুর, সংগ্রাম, মিনাটিলা এবং তামাবিল বিওপি’র জয়ানরা ৬৮ লাখ ৩২ হাজার ৪০০ টাকার ভারতীয় মহিষ, গরুর মাংস এবং বাসমতি চাল জব্দ করেন।