কওমি কণ্ঠ রিপোর্টার :
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোখলেছুর রহমান বলেছেন- সাদাপাথর লুটে জড়িত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। চাকরির বিধি অনুযায়ী এ প্রক্রিয়ায় একটু বেশি সময় লাগে। তবে অল্প কিছুদিনের মধ্যেই বিষয়টি দৃশ্যমান হবে।
শুক্রবার (২২ আগস্ট) সিলেটের সাদাপাথর এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সচিব বলেন- মাননীয় রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টার চেয়ে বড় কেউ নয়। যত বড় সরকারি কর্মকর্তাই হোন না কেন- তাঁর বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।
শুক্রবার সকালে সাদাপাথর এলাকা পরিদর্শনে যায় মন্ত্রণালয়ের একটি টিম। এ সময় সচিব মোখলেছুর রহমানের সঙ্গে ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেটের নতুন জেলা প্রশাসক সারওয়ার আলম ও সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।
পরিদর্শনকালে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন- লুট হওয়া পাথর ফিরিয়ে আনার কাজ চলছে, প্রতিস্থাপনও করা হচ্ছে। হয়তো আগের মতো পুরো প্রাকৃতিক সৌন্দর্য ফিরবে না, তবে আগের অবস্থায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, সাদাপাথরসহ সব পর্যটনকেন্দ্রের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, সাদাপাথর লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিবকে আহ্বায়ক করে গঠিত এই কমিটি সরেজমিন তদন্ত শেষে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিবে।