কওমি কণ্ঠ রিপোর্টার :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গৃহবধূ হত্যা মামলায় অভিযুক্ত শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার শালগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে এ দুজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভুইস্বর গ্রামের মৃত কদু মিয়ার ছেলে আবুল মিয়া (৬৫) ও তার স্ত্রী নাজমা বেগম (৩৫)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ জানান- হত্যার শিকার গৃহবধূ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন ভুইস্বর এলাকার ফারুক মিয়ার মেয়ে। ৪ বছর আগে আবুল মিয়ার ছেলে সঙ্গে সামাজিকভাবে তার বিয়ে হয়। কিন্তু কিছুদিন পর থেকে ওই গৃহবধূকে তার স্বামীর পছন্দ হয়নি বলে তাদের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে স্বামী ও তার বাড়ি লোকজন ওই গৃহবধূকে নির্যাতন করতে শুরু করেন।
এ বিষয়ে একাধিকবার স্থানীয় শালিস বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
পরবর্তীতে স্বামী ওই গ্রহবধূর কাছে বিদেশ যাওয়ার জন্য বাবার বাড়ি থেকে ৬ লক্ষ টাকা নিয়ে আসতে চাপ দিলে গৃহবধূর বাবা তার মেয়ের সুখের কথা চিন্তা করে ৩ লক্ষ টাকা প্রদান করে। কিন্তু স্বামী ও তার পরিবারের লোকজন আরও ৩ লাখ টাকার জন্য চাপ দিতে থাকে এবং নির্যাতন চালিয়ে যায়।
এদিকে, গত ২৩ অক্টোবর ভোররাতে ওই গৃহবধূর লাশ ঝুলন্ত অবস্থায় বসতঘর থেকে উদ্ধার করা হয়।
পরে মেয়েকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে গৃহবধূর বাবা থানায় মামলা দায়ের করলে পুলিশের পাশাপাশি র্যাব-৯-ও তৎপরতা শুরু করে এবং সোমবার সকালে গৃহবধূর শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র্যাব।