সিকৃবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

কওমি কণ্ঠ রিপোর্টার :

ইন্টার্ন ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে দুদিন ধরে আন্দোলন করছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন। 


আগের দিন মঙ্গলবারও (২১ জানুয়ারি) পালন করেন এমন কর্মসূচি। 

শীঘ্রই দাবিগুলো মানা না হলে আরও কঠোর কর্মসূচি দিবেন বলে হুশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ইন্টার্ন শিক্ষার্থীদের ভাতা ১৫ থেকে ২০ হাজারের উপরে হলেও সিকৃবি শিক্ষার্থীদের দেওয়া হয়েছে ৯ হাজার টাকা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর পাঁচ দফা দাবি উল্লেখ করে স্মারকলিপি প্রদান করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে মঙ্গলবার থেকে আন্দোলনে নেমেছেন তারা। 

শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে- ইন্টার্নশিপ ভাতা ২০ হাজার টাকায় উন্নীত করা, ইন্টার্নশিপের সময়কালে প্রতি কার্যদিবসের যাতায়াত ও অন্যান্য ভাতা (টিএ-ডিএ) বাবদ দৈনিক নূন্যতম ৩০০ টাকা প্রদান, কমপক্ষে চারমাসের ইন্টার্নশিপ কার্যক্রমের রোডম্যাপ প্রদান ও সেখানে কোনো সংশোধনী আসলে সেটা শিক্ষার্থীদের কমপক্ষে ১ মাস আগে জানানো, ইন্টার্নশিপের প্রতিমাসের সম্মানিভাতা  প্রতিমাসের শেষে প্রদান করা এবং  বর্তমান উদ্ভূত পরিস্থিতির কারণে এক্সটার্নশিপের জন্য ভারতের বিকল্প হিসেবে অন্যান্য দেশে এক্সটার্নশিপের ব্যবস্থা করা।