কওমি কণ্ঠ রিপোর্টার, ছাতক (সুনামগঞ্জ) :
সুনামগঞ্জের ছাতকে পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের পরিচালিত বিশেষ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে আটক এবং বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) ভোররাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বৈশাকান্দি রাবারড্যাম সংলগ্ন সোনাই নদী ও আশপাশের ফরেস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় দাস।
অভিযানে আটক দুজন হলেন- ইসলামপুর ইউনিয়নের নোয়াকোট গাংপার গ্রামের হাবিবুর রহমান (৩৭) ও বৈশাকান্দি গ্রামের ফজর আলী (২০)। পরে ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় তাদের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন ছাতক থানার এসআই গোলাম সারোয়ার, বন-বিট কর্মকর্তা মো. আয়ুব আলী, নোয়াকোট বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা।
এছাড়া অভিযান চলাকালে ইসলামপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর-আবদালি এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আরও তিনটি বাল্কহেড নৌকা ও একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। অভিযানের সময় অপরাধীরা পালিয়ে যায়।
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন- পলাতকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।
(রিপোর্ট : সাজ্জাদ মাহমুদ মনির)