কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় শনিবার (১৪ ডিসেম্বর) রাত থেকে দফায় দফায় দুপক্ষের সংঘর্ষ হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় আরেক দফা সংঘর্ষ। পরে ঘটনাস্থলে সেনা মোতায়েন করা হয় এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মুঠোফোনে বিদ্যুৎ চার্জ দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত। রাতের জের ধরে রোববার সকালে মাইকে ঘোষণা করে সংঘর্ষে জড়ায় তিন গ্রামের মানুষ। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে সেনাবাহিনী। এ ঘটনায় রোববার বিকাল পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে কোম্পানীগঞ্জ থানাসদরের একটি দোকানে মোবাইল ফোন চার্জ দেওয়াকে কেন্দ্র করে দুজনের মাঝে কথা কাটাকাটি হয়। পরে দুজন হাতাহাতিতে জড়ান। এ দুজনের পক্ষ নিয়ে দুপক্ষ রাত ৮টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত। এসময় বেশকিছু দোকান ও গাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। এসময় অর্ধশতাধিক জন আহত হন।
আহতদের স্থানীয় হাসপাতলে চিকিৎসা দেওয়া হয়।
রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতিতি নিয়ন্ত্রণ করে।
এদিকে, রাতের ঘটনার জের ধরে রোববার সকালে মাইকে ঘোষণা করে ফের কোম্পানীগঞ্জ থানা সদর, বর্ণি ও কাঁঠালবাড়ী ৩ গ্রামের লোকজন বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে সংষর্ঘে লিপ্ত হন।
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ নিক্ষেপ করে। দুপর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মাঠে নামে।
শেষ খবর পাওয়া (রোববার বিকাল ৩টা) পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ ও সেনা মোতায়ের রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজাইর আল-মাহমুদ আদনান বলেন- পরিস্থিতি পুলিশ ও সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। আমরা ঘটনাস্থলে রয়েছি। সংঘর্ষের ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।
সিলেটভিউ২৪ডটকম / ডি.আর