কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট মহানগর বিএনপি ও মহানগরের আওতাধীন সবকটি থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে ফেসবুকে গুজব ছড়িয়ে পড়েছে। একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তির ছবি দিয়ে এমন গুজব ছড়ানো হচ্ছে।
সিলেট মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বলছেন- এই বিজ্ঞপ্তিটি ভুয়া। তারা এতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন নেতাকর্মীদের।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভুয়া বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে- ‘সিলেট মহানগর বিএনপি এবং মহানগর আওতাধীন সকল থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল । এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।’
দলীয় ভুয়া এই প্যাডে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর জাল স্বাক্ষরও রয়েছে।