সিলেটে ৬ ডা-কা-ত গ্রেফতার

কওমি কণ্ঠ রিপোর্টার :

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালসহ ৬ জনকে গ্রেফতার করেছে সিলেটের ওসমানীনগর থানাপুলিশ।

সোমবার (২৫ আগস্ট) ভোররাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. শানুর শাহ (২৯), রলেক মিয়া (৪০), আব্দুল মজিদ (২৪), মো. সুফিয়ান আহমেদ (২৬), দিলশাদ আহমেদ রাজু (৩৪), ও সাইদুর রহমান সাদী (২১)।

গ্রেফতারকালে তাদের কাছ থেকে লুট হওয়া মালামাল উদ্ধার করে পুলিশ। এর মধ্যে রয়েছে- ৫৭০ কেজি জিরা, ৬৭৫ প্যাকেট ফুসকা, ৫৮ পিস শাড়ি, ১২ শ পিস সানসিল্ক ক্রিম ও ১ বস্তা চাল।

গ্রেফতারের পর তাদের আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এসব তথ্য সোমবার দুপুরে জেলাপুলিশের মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যমকে জানিয়েছে।