- সিলেটে ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে অসহায় পরিবারকে অনুদান
কওমি কণ্ঠ রিপোর্টার :
বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন- আজ একটি ইসলামিক রাজনৈতিক দল নিজেদেরকে একমাত্র দেশপ্রেমিক এবং সঙ্গে সেনাবাহিনীকেই শুধু দেশপ্রেমিক বলে দাবি করে। স্বসস্ত্র বাহিনী সব সময় দেশপ্রেমের পরিচয় দিয়েছে- এটা পরীক্ষিত সত্য। কিন্তু আপনারা নিজেদেরকে যে দেশপ্রেমিক দাবী করেন; আপনাদের কাছে আমার প্রশ্ন- ৭১ এর মহান মুক্তিযুদ্ধে আপনাদের ভূমিকা কী ছিল? আপনারা কোন কোন সেক্টরে যুদ্ধ করেছেন? কোন সেক্টর কমান্ডারের নেতৃত্বে যুদ্ধ করেছেন?
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে সিলেট মহানগরের হুমায়ুন রশীদ চত্বরে ‘আমরা বিএনপি পরিবার’র উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে যুব এশিয়া কাপ বিজয়ী তরুণ ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে উপহার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।
তিনি বলেন- বিগত দিনে জাতির ঘাড়ে জগদ্দল পাথর চেপে বসেছিল। মানুষ নিঃশ্বাস নিতে পারতেন না, স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারতেন না। রাজনৈতিক দলগুলো মিটিং-মিছিল করতে পারত না। পুলিশ অনুমতি দিলেও যুবলীগ ও ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হতো। আমাদের নেতা এম. ইলিয়াস আলী দেশের পক্ষে অবস্থান নিয়ে টিপাইমুখ অভিমূখে লংমার্চ করার কারণে হাসিনা তাকে গুম করে দিয়েছিলো। সথে আরো সাড়ে ৬শত নেতাকর্মী আজও নিখোঁজ। আমরা ভয়ঙ্কর নির্যাতন সত্ত্বেও বুলেটের সামনে দাড়িয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য রাজপথে লড়াই করেছি। তার পরও আমরা পিছপা হইনি। সাড়ে ১৫ বছর নির্যাতন-নিপীড়ন সহ্য করে আন্দোলন করার ফলে ছাত্র-জনতার জুলাই বিপ্লবে হাসিনার পতন হয়েছে। আমাদের নেত্রীকে কারাগারে নিয়ে নিযাতন করা হয়েছে। সাড়ে ১৫ বছর গণতান্ত্রিক আন্দোলনের ফলেই ছাত্রজনতার জুলাই-আগস্ট বিপ্লবে ফ্যাসিবাদের পতন হয়েছে।
রিজভী বলেন- এখন শুনছি আগামী এক বছরে মধ্যে শুধু জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে- এম. ইলিয়াস আলীকে যারা গুম করেছে তাদের বিচার কি হবে না? যারা বিগত সাড়ে ১৫ বছরে গণতান্ত্রিক আন্দোলন চলাকালে মানুষকে হত্যা-নির্যাতন করেছে তাদের বিচার কি হবে না?
‘আমরা বিএনপি পরিবার’ গঠন সম্পর্কে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব বলেন- রুমন ও মিথুনের নেতৃত্বে এটি গঠন করার উদ্দেশ্য হচ্ছে; সারাদেশে গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানো। এই সংগঠনটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছে।
‘আমরা বিএনপি পরিবার’র আহবায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে এবং সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও কাতার বিএনপির সভাপতি শরিফুল হক সাজুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আশরাফ হোসেন বকুল, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন ও মিফতাহ্ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী ও এম. নাসের রহমান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
সভাপতির বক্তব্যে ‘আমরা বিএনপি পরিবার’র আহবায়ক আতিকুর রহমান রুমন বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে ইমনের পরিবারকে নিয়ে একটি সংবাদের লিংক পাঠান এবং ইমনের পরিবারকে সহযোগিতা করার জন্য নির্দেশনা দেন। আমাদের নেতা হাজার হাজার মাইল দূরে থাকলেও তার মন দেশে পড়ে আছে। তিনি সারাক্ষণ দেশ ও দেশের মানুষকে নিয়ে চিন্তা করেন। আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ শরীরে স্বসম্মানে দেশে প্রত্যাবর্তন করতে পারেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির যুগ্ন সম্পাদক তাজরুল ইসলাম তাজুল ও কুহিনূর আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তোরন, সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম, মহাননগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফসর খান, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আফসান প্রমুখ।
অনুষ্ঠানে তরুণ ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারের হাতে দুটি ব্যাটারিচালিত রিকশার চাবি হস্তান্তর করেন অতিথিবৃন্দ।