কওমি কণ্ঠ রিপোর্টার :
ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জেল প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
বুধবার (২৭ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন- প্রকৌশল শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। কিন্তু সেদিকে সরকার কর্ণপাত করছে না। আজকে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে যেভাবে পুলিশ হামলা করেছে আমরা এর তীব্র নিন্দা জানাই। সব সময় কেন শুধু মুভমেন্ট করে দাবি আদায় করতে হবে। এটা তো কোনো অমূলক দাবি না। তাই দ্রুত শিক্ষার্থীদের দাবি মেনে নিতে হবে এবং আজ হামলাকারী পুলিশদের শাস্তি নিশ্চিত করতে হবে।