তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ ত্যু

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট মহানগরের বারুতখানা পয়েন্টে একটি মার্কেটের ছাদে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।

তিনি বলেন- রবিবার (৩১ আগস্ট) বারুতখানা পয়েন্ট-সংলগ্ন একটি মার্কেট খোলার পরে ব্যবসায়ীরা ওই যুবকের মৃতদেহ দেখতে পেয়ে আমাদেরকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসিং টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করেছে। এখনো যুবকের নাম-ঠিকানা শনাক্ত করা যায়নি। বয়স আনুমানিক ২৫। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

রাতের কোনো এক সময় মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানান ওসি।