মার্চে সিলেটের সড়কে ঝরলো যত প্রাণ

  • নিসচার প্রতিবেদন

কওমি কণ্ঠ রিপোর্টার :

গত মাসে (মার্চ) সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন। নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর সিলেট বিভাগীয় কমিটির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়- মার্চ মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ৭৮ জন আহত হন।  

নিহতদের মধ্যে ১২ জন মোটরসাইকেল চালক ও আরোহী। সাতজন সিএনজি-লেগুনা চালক ও আরোহী এবং পাঁচজন পথচারী। নিহতদের মধ্যে ২২ জন পুরুষ, তিনজন নারী ও দুইজন শিশু।

বিভাগে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে সিলেট জেলায় ও কম ঘটে হবিগঞ্জ জেলায়।

সিলেট জেলায় ১৪টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১৬ জন আহত হন।

সুনামগঞ্জ জেলায় আটটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও ৪১ জন আহত হন।

মৌলভীবাজারে পাঁচটি সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও ১৯ জন আহত হন।

আর হবিগঞ্জ জেলায় দুই সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও দুইজন আহত হন।  

এর আগের মাসে অর্থাৎ- ফেব্রুয়ারিতে সিলেট বিভাগে ৩২টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত এবং ১৪৪ জন আহত হয়েছিলেন বলে জানায় নিসচা।