বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক সন্মেলন-২০২৫ শনিবার (৩০ আগস্ট) সিলেট মহানগরের একটি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
সম্মেলনের এর ১ম অধিবেশন সংগঠনের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি জনাব রহিমা আক্তার সভাপতিত্বে ও সুলতান মাহমুদ রাজু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য প্রধান করেন বিওয়াইসিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ্ মজিবুল হক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইসিএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ সারওয়ার আলম মিতুন।
বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বিওয়াইসিএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক ডাঃ এস এম মাসুম হান্নান।
বক্তারা সংগঠন সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা মূলক মূল্যবান বক্তব্য প্রদান করেন ও সিলেট জেলা কমিটির বিগতদিনের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং আগামীদিনে সংগঠনকে আরো শক্তিশালী করে ক্যাডেটদের কল্যানে ও আর্তমানবতার কাজে আরো বেশি ভুমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন।
আলোচনায় অংশ গ্রহণ করে বক্তব্য রাখেন অত্র সংগঠনের সহ-সভাপতি হারুনুর রশীদ,মোঃ এহিয়া,আনিসুর রহমান সরকার,অর্থ সম্পাদক রুফিয়া বেগম সহ সংগঠনের জেলার বিভিন্ন নেতৃবৃন্দ।তারা প্রত্যেকেই সংগঠনকে আরো গতিশীল করতে নিজেদের সম্পৃক্ততায় আরো বেশি ভুমিকা রাখবেন বলে অঙ্গীকার বদ্ধ হন এবং আগামী ২ বছরের নতুন কমিটি গঠন করার জন্য কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে দায়িত্ব প্রদান করেন।সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে ১ম অধিবেশন সমাপ্তি ঘোষণা করেন।
বিওয়াইসিএফ গঠনতন্ত্রের দ্বারা মোতাবেক কাউন্সিলের ২য় অধিবেশনে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয় বিওয়াইসিএফ সিলেট জেলা শাখা ২০২৪-২০২৫ অর্থ বছরের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং আগামী দুই বছরের জন্য প্রাক্তন সিইউও রাসেল মাহবুব কে সভাপতি রহিমা আকতার কে সিঃ সহ-সভাপতি,জাবির আহাম্মদ নোমান সাধারণ সম্পাদক, সুলতান মাহমুদ রাজু সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক, শামীম আহমদ সাংগঠনিক সম্পাদক, রুফিয়া বেগম অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক জনি মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়া বেগম সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন।
আগামী ৭ কার্যদিবসের মধ্যে পুনাঙ্গ কমিটি তালিকা কেন্দ্রে প্রেরণ করার জন্য নির্দেশ প্রদান করা হইল।