স্বরাষ্ট্র উপদেষ্টা সিলেটে

কওমি কণ্ঠ রিপোর্টার :

স্বরাষ্ট্র উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অব. লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী একদিনের সিলেট সফরে এসেছেন। রোববার (৩১ আগস্ট) বিকাল ৫টায় তিনি বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন। 

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টাকে অভ্যর্থনা জানান বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা।

প্রশাসন সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা সিলেটে এসে বিজিবি সিলেট সেক্টর হেডকোয়ার্টার্সের সার্কিট হাউসে রাতযাপন করবেন। 

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিলেট বিজিবি সেক্টর হেডকোয়ার্টার্স পরিদর্শন, বেলা ১১টায় সিলেট পুলিশ লাইন পরিদর্শন, দুপুর সোয়া ১২টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে বিভাগের সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপার, সশস্ত্র বাহিনী, পুলিশ, র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব), বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), আনসার, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সিলেট জেলার দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

পরে বিকাল ৩টায় সিলেট ক্যান্টনমেন্ট পরিদর্শন করবেন তিনি।

বিকাল সাড়ে ৫টায় বিমানের একটি ফ্লাইটে সিলেট ছাড়বেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 

এদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সূত্র কওমি কণ্ঠকে জানিয়েছে- দুপুরে কোনো এক সময় সাংবাদিকদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা মতিবিনিময় করবেন।