বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সিলেট চেম্বারের সভাপতি ফয়েজ, সহসভাপতি সায়েম 

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০২৪-২০২৬ সাল মেয়াদের পরিচালনা পরিষদের প্রেসিডিয়াম পুনর্গঠিত হয়েছে।

এ লক্ষ্যে বুধবার (১৪ মে) চেম্বার কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিচালনা পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সবার সম্মাতিক্রমে সভাপতি পদে ফয়েজ হাসান ফেরদৌস ও সিনিয়র সহসভাপতি পদে সায়েম আহমদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এছাড়া সহসভাপতি পদে ইতোপূর্বে নির্বাচিত হওয়া মো. আব্দুস সামাদ বহাল থাকছেন।

এদিকে, বুধবারের সভায় দায়িত্বরত সভাপতি মুজিবুর রহমান মিন্টু ও সিনিয়র সহসভাপতি ফয়েজ হাসান ফেরদৌস স্ব-স্ব পদ হতে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন।