কওমি কণ্ঠ ডেস্ক :
কওমী মাদরাসাগুলোর ভেতরে কী কর্মকান্ড হয়, সিলেবাস ও শিক্ষাধারায় কী কী অসামঞ্জস্য বিদ্যমান, কওমী মাদরাসায় আদৌ কোনো শিক্ষাদীক্ষা দেওয়া হয় কি না-এ নিয়ে একশ্রেণীর কপট বুদ্ধিব্যবসায়ী ও স্বঘোষিত সুশীল শ্রেণীর মতো সরকারের গুরুত্বপূর্ণ পদারোহী ব্যক্তিবর্গও নানা বিষোদগার, বিভ্রান্তি ও জিজ্ঞাসার জন্ম দিয়ে চলেছেন। এ অবস্থায় প্রকৃত অবস্থা তুলে ধরতে কওমী মাদরাসায় যারা পড়ান-পড়েন তাদের বক্তব্য যতই যুক্তিশীল হোক আত্মপক্ষ সমর্থনের দোষে দুষ্ট বানানো হতে পারে। আবার কওমী মাদরাসার সঙ্গে বাস্তব কোনো সম্পর্কই নেই-এমন বায়বীয়, সুশীল শ্রেণীর বক্তব্য অন্ধের হাতি দর্শনের মতোই বিভ্রান্তিপূর্ণ হতে বাধ্য। তাই এ পর্যায়ে কওমী মাদরাসায় লেখাপড়া সম্পন্ন করা কিন্তু বিভিন্নভাবে সরকার স্বীকৃত শিক্ষাব্যবস্থায় উচ্চ শিক্ষার সনদ অর্জনকারী কয়েকজনের অভিমত আলকাউসারের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। তাদের প্রতি প্রশ্ন ছিল, ক. কওমী মাদরাসা আপনাকে কী দিয়েছে? খ. কওমী মাদরাসায় কি সাধারণভাবে মেধা ও শিক্ষাচর্চার কিছু আছে? কওমী মাদরাসায় লেখাপড়া করে জাগতিক ধারাতেও পড়েছেন এবং বাইরের কর্মক্ষেত্রে বিচরণও করছেন কওমী মাদরাসার কার্যকারিতা কিংবা ব্যর্থতা (?) নিয়ে তাদের কথার প্রাসঙ্গিকতা এক্ষেত্রে বিশেষ কারণে গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে বর্তমান অন্তর্বতীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন- কওমী মাদরাসা আমাদেরকে দ্বীনী তালীম, তথা পবিত্র কুরআন ও হাদীসের শিক্ষা দিয়েছে। আমাদের জীবনকে পরিশীলিত করতে ও রাখতে কওমী মাদরাসার অবদান সবচেয়ে বেশি। কলেজের কর্মজীবনেও দ্বীনের সঙ্গে সম্পৃক্ত থেকে পরিশীলিত জীবনের পথে চলার শিক্ষা আমরা কওমী মাদরাসা থেকেই পেয়েছি।
তিনি বলেন- যোগ্যতা তো দিয়েছেই, যোগ্যতা অর্জনের ভিতও তৈরি করে দিয়েছে কওমী মাদরাসা। সকালে ঘুম থেকে উঠা, কলেজ-বিশ্ববিদ্যালয় জীবনে শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা রক্ষা করে লেখাপড়া করা এবং নিজেই নিজের জন্য পাহারাদারের ভূমিকা রাখার পাঠ আমরা কওমী মাদরাসা থেকে পেয়েছি।
উল্লেখ্য, কওমী মাদরাসায় নিয়মিত ছাত্র থেকে দাওরায়ে হাদীস ফারেগ হয়েছেন ধর্ম উপদেষ্টা। মাঝে এসএসসি-ইন্টারমিডিয়েটের সমমানেরপরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। যথারীতি অনার্স-মাস্টার্স এবং পি এইচ ডি সম্পন্ন করেছেন। এখন কলেজে অধ্যাপনা করছেন এবং একজন গবেষক-লেখক হিসেবে সুনাম অর্জন করেছেন।