কওমি কণ্ঠ রিপোর্টার, সুনামগঞ্জ :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের (মামুনুল হক গ্রুপ) সুনামগঞ্জ জেলা শাখার সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা রহমত আলীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার লক্ষিপুর ইউনিয়নের চামতলা মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। আটক মাওলানা রহমত আলী চামতলা ইসলামীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ও হাবিবনগর গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট মাওলানা রহমত আলীর বিরুদ্ধে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠে। পরে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। স্থানীয়দের তোপের মুখে ঘটনাটি নিয়ে সোমবার সকালে সালিশ বসে। সালিশে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে ক্ষোভে ফুঁসে উঠে স্থানীয় জনতা। পরে এলাকাবাসী ও শিক্ষার্থীদের তোপের মুখে ধর্ষককে মাদ্রাসার অফিস কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে রহমত আলীকে আটক করে।
দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল বলেন, ভুক্তভোগীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর বিষয়টি স্থানীয় লোকজন জানতে পেরে আজ রহমত আলীকে চামতলা মাদ্রাসায় অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সত্যতা পাওয়ায় রহমত আলীকে আটক করে হেফাজতে নেই।
.png) 
                     
                     
                     
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    