কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের সঙ্গে ৯ ঘণ্টা পর সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ৮টার দিকে যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে শনিবার দিবাগত রাত ১১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানান- চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী একটি ট্রেন শনিবার রাত ১১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় আসলে এর ১টি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এর ফলে সিলেট থেকে উপবন এক্সপ্রেস যাত্রার কথা থাকলেও আটকা পড়ে। অপরদিকে সিলেটের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা কালনি এক্সপ্রেস মাইজগাঁও স্টেশনে আটক পড়ে। খবর পেয়ে মোগলাবাজার স্টেশন থেকে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনাস্থলে গিয়ে সিলেট স্টেশনের প্রকৌশলীদের মেরামত কাজ শেষে রোববার সকাল সাড়ে ৮টা ২৫ মিনিটে কালনি ট্রেন মাইজগাঁও থেকে ছেড়ে ৮টা ৪০ মিনিটে সিলেট স্টেশনে এসে পৌঁছে।
ম্যানেজার নুরুল ইসলাম জানান- শনিবার রাতে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে না যাওয়া উপবন এক্সপ্রেস ট্রেনটির শিডিউল যাত্রা বাতিল করা হয়েছে। যাত্রীদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। বাকি সব ট্রেনের শিডিউল ঠিক রয়েছে।