জাফলংয়ে মিষ্টির দোকানে ঝু ল ন্ত লা-শ, রহস্য

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের গোয়াইনঘাট উজেলার জাফলং এলাকার মামার দোকানে এক মিষ্টি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) দিবাগত রাত পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। 

নিহত যুবকের নাম রাজিব কৃষ্ণ সরকার (৩৩)। তিনি নেত্রকোনার কালিয়াজুড়ি এলাকার জয় কৃষ্ণ সরকারের ছেলে। মামার দোকান বাজারে তার একটি মিষ্টির দোকান রয়েছে। 

পুলিশ জানায়- রাত ১০টার দিকে একজন কাস্টমার রাজিবের দোকানে মিষ্টি কিনতে গিয়ে দেখতে পান, দোকানের শাটার ঠিকমতো লাগানো নয়। এছাড়া দোকানের ভেতর থেকে দুর্গন্ধ আসছে। এসময় ওই কাস্টমার দোকানের শাটার খুলে দেখেন- রাজিবের দেহ টিনের চালার বর্গার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত। পরে বাজারের ব্যবসায়ীরা পুলিশের খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল সোমবার (২১ এপ্রিল) সকালে কওমি কণ্ঠকে বলেন- লাশে পচন ধরেছে। মনে হচ্ছে- ৩/৪ দিন আগে মৃত্যু ঘটেছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে না। আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম জি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করেছি। রিপোর্ট আসলে জানা যাবে মৃত্যুর কারণ। এছাড়া ঘটনার তদন্ত চলছে।