কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় হৃদয় হাসান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।
সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গোয়াইনঘাট-রাধানগর সড়কের আলমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হৃদয় উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের ভিত্রিখেল হাওরের মৃত আব্দুর রহমানের ছেলে।
দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন।
দুর্ঘটনায় গুরুতর আহত আলম উপজেলার নগর এলাকার ইউনুছ মিয়ার ছেলে সাব্বির (১৮)। তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে হৃদয় ও সাব্বির গোয়াইনঘাট-রাধানগর সড়কের আলমনগর এলাকায় এশার নামাজের জন্য মসজিদের দিকে হাঁটছিলেন। এসময় রাধানগর থেকে গোয়াইনঘাটগামী বেপরেয়া গতির একটি ট্রাক্টর হৃদয় ও সাব্বিরকে সজোরে ধাক্কা দিলে দু’জন গুরুতর আহতন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করে।
পরে গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ট্রাক্টরের কিশোর চালক সজিব আহমদকে (১৫) আটক করেছে পুলিশ। সে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের উত্তর খলামাধব এলাকার শিশু মিয়ার ছেলে।
পরিদর্শক মো. কবির হোসেন বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে আটক চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।