শাহপরাণের দাসপাড়ার ‘হ ত্যা কা রী’ গ্রেফতার

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের শাহপরাণ থানাধীন দাসপাড়ায় এলাকায় রিকাশাচালক হত্যা মামলার প্রধান আসামিকে নারায়নগঞ্জ গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১ সেপ্টে.) সোনারগাঁও থানাপুলিশের সহযোগিতায় নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার কাদিরগঞ্জ মেঘনাঘাট এলাকায় অভিযান পরিচালনা করে শাহপরাণ তদন্ত কেন্দ্রের এই আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মো. সামছুল হক (৩৯) হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার গুনই ডাইলাহাটি গ্রামের মো. তারা মিয়ার ছেলে। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- চলতি বছরের ১৩ এপ্রিল দুপুরে শাহপরাণ থানাধীন সাদারপাড়ার রিকশাচালক আয়নাল আলাল বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে ১৬ এপ্রিল সোনাপুর এলাকার কাঙ্গালীছড়া খালের উত্তরপাড় থেকে তার বিকৃত লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন  পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী আনু আক্তার বাদী হয়ে শাহপরাণ  ১৯ এপ্রিল হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকেই প্রধান অভিযুক্ত সামছুল হককে খুঁজছিলো পুলিশ। অবেশেষে তথ্যপ্রযুক্তি সহায়তায় সোমবার তাকে নারায়নগঞ্জ  থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

গ্রেফতারের পর সামছুল হকের দেখানে স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করে পুলিশ।

তিনি বিজ্ঞ আদালতে  স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন বলে জানিয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম। পরে তাকে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করে পুলিশ।