কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট মহানগরের বন্দরবাজার এলাকায় ইউসুফ রেস্টুরেন্ট ও আরও একটি রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত অভিযানকালে খাবারের মান রক্ষা না করা, রান্নাঘর অপরিচ্ছন্ন রাখা ও খাদ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় এ দুটি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া।
মোহাম্মদ আরিফ মিয়া বলেন- এক বছর আগে সব রেস্টুরেন্টে নির্দেশ দেওয়া হয়েছে মূল্যতালিকা প্রদর্শন করে রাখার জন্য। কিন্তু এ দুই রেস্টুরেন্ট সেই আদেশ না মানায় এবং অপরিচ্ছন্নতা থাকায় তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।