জৈন্তাপুর সীমান্তে ২ অনুপ্রবেশকারী আটক

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল-বাঘছড়া সীমান্তে স্থানীয়দের হাতে ২ অনুপ্রবেশকারী আটকের পর বিজিবির নিকট হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, শনিবার (৩০ আগস্ট) সকালে লালাখাল-বাঘছড়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় এক নারী ও এক পুরুষকে আটক করেন স্থানীয় এলাকাবাসী। খবর পেয়ে দুপুরে স্থানীয় ৩নং চারিকাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বর্তমান ইউপি সদস্য সামসুজ্জামান সেলিম ঘটনাস্থলে গেলে জনতা তার কাছে জনতা আটক দুজনকে হস্তান্তর করে। পরে লালাখাল বিওপি'র বিজিবি সদস্যরা গিয়ে ২ জনকে আটক করে নিয়ে আসে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানান- তারা দীর্ঘদিন থেকে ভারতে অবৈধভাবে বাস করে আসছিলো। তারা নিজেদের বাংলাদেশি দাবি করে। ভারতের একজন খাসিয়া দালাল ও নিশ্চিতপুরের বাংলাদেশি দালালের মাধ্যমে তারা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে।

আটকের পর বিজিব ২ জনকে জৈন্তাপুর থানাপুলিশের কাছে হস্তান্তর করে।