কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের উন্নয়নের ক্ষেত্রে অবহেলা ও বৈষম্যের প্রতিবাদ এবং ৭ দফা দাবিতে অনশন কর্মসূচিতে বসেছেন আব্দুল্লাহ আল মামুন সুজন নামের এক তরুণ। তার সঙ্গে রয়েছেন আরও কয়েকজন প্রতিবাদী।
মহানগরের চৌহাট্টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর সাধারণ জনগণের পক্ষে তারা এই কর্মসূচি শুরু করেন। মধ্যরাত পর্যন্তও তারা অনশনে ছিলেন।
রাতে দেখা গেছে- সিলেটের ছাত্র-জনতা তাঁর এই উদ্যোগে একাত্মতা পোষণ করে অনশন কর্মসূচিতে অংশ নেন।
সুজন জানান- দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁর এই অনশন কর্মসূচি চলবে। তিনি সিলেটের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান, যেন সবাই নিজ নিজ জায়গা থেকে সিলেটের প্রতি বৈষম্যের প্রতিবাদে সোচ্চার হন।
৭ দফা দাবি হচ্ছে- সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্ন করা, সিলেট-ঢাকা রুটে ডাবল লাইনের ট্রেন চালু ও ট্রেন সংখ্যা বৃদ্ধি, সিলেটের উন্নয়নের জন্য বিশেষ বাজেট ঘোষণা, সিলেটে পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন, সিলেট থেকে আন্তর্জাতিক ও ডমেস্টিক রুটে বিমানের টিকিটের দাম হ্রাস, সিলেট বিমানবন্দরের আধুনিকায়ন ও ফ্লাইট সংখ্যা বৃদ্ধি এবং সিলেটের পর্যটন খাতের উন্নয়নে বিশেষ বরাদ্দ।
এই দাবিগুলোর মাধ্যমে সিলেটবাসীর দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার প্রতিফলন উঠে এসেছে বলে জানান অনশনকারীরা।
স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন এবং কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।