কাইয়ুম চৌধুরীর সঙ্গে সাইফুল আহমেদের সৌজন্যসাক্ষাৎ

কওমি কণ্ঠ ডেস্ক :

সিলেট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় জালালাবাদ অ্যাসোসিয়েশন (ঢাকা)-এর সহ-সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করেছেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব সাস্কাচোয়ানের সভাপতি সাইফুল আহমেদ সামু।

সাক্ষাৎকালে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব সাস্কাচোয়ানের নতুন কমিটি গঠন এবং সাস্কাচোয়ানে বসবাসরত সিলেটি জনগোষ্ঠীর কল্যাণে সাংগঠনিক কার্যকর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এসময় সাইফুল আহমেদ সামুকে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন- কেন্দ্রীয় কমিটি জালালাবাদ অ্যাসোসিয়েশন অব সাস্কাচোয়ানকে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন প্রদান করবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট মহানগরের দরগাহ গেটস্থ বাসায় এ সাক্ষাৎ ও আলোচনা অনুষ্ঠিত হয়।