কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে ১ কোটি ৩০ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সিলেটের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় মঙ্গল ও বুধবার (১৩ ও ১৪ জানুয়ারি) এ দুদিন অভিযান চালিয়ে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের পৃথক টহল টিম এসব পণ্য জব্দ করে।
বিজিবি জানায়- সীমান্তবর্তী সংগ্রাম, প্রতাপপুর, তামাবিল, সোনারহাট, মিনাটিলা শ্রীপুর, পান্থুমাই, কালাইরাগ, দমদমিয়া ও বাংলাবাজার বিওপি’র টহল দল এ দুদিন অভিযান চালিয়ে ভারতীয় সানগ্লাস, শীতের কম্বল, শাড়ি, ইস্কফ সিরাপ, মহিষ, গরু, জিরা, কমলা, সুপারি, চিনি, বাটার, চকলেট, বিস্কুট, ফুচকা, বিয়ার, মদ, পেয়াজ, মেহেদি এবং বাংলাদেশ হতে পাচারকালে রসুন জব্দ করেছে।
বিজিবি ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এসব তথ্য জানিয়ে বলেন- সীমান্তে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে।