সিলেটে ২ আবাসিক হোটেলে অভিযান, ৬ নারী-পুরুষ আটক

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট মহানগরে গোয়েন্দা পুলিশের অভিযানে দুটি আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষকে আটক করা হয়েছে। তারা অনৈতিক কাজে লিপ্ত ছিলেন। 

সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ দুই অভিযান পরিচালনা করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- সোমবার রাত ১১টার দিকে গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগরের বন্দরবাজার এলাকার কুটি ভবনস্থ ‘তালহা রেস্ট হাউজ’ নামক আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ২ পুরুষ ও ১ নারীকে আটক করে। 

তারা হলেন- আলাউদ্দিন (৫০), রেজাউল করিম নোমান (২০) ও ইয়াসমিন বেগম  (২৫)। 

অপরদিকে, একই রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমার ‘সিলেট রেস্ট হাউজ’ নামক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ২ নারী ১ পুরুষকে আটক করে গোয়েন্দা পুলিশ।

তারা হলেন- ইভা রহমান নুপুর (২২), জোবাইদা ইসলাম জুই (২৪) ও হৃদয় আহমেদ (২৫)।

আটককৃতদের বিরুদ্ধে পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।