দক্ষিণ সুরমায় দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের দক্ষিণ সুরমায় দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দক্ষিণ সুরমার  আলমপুরে অবস্থিত এই প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও স্টিকারবিহীন বিদেশি কসমেটিকস বিক্রয়ের অপরাধে ১৬ হাজার টাকা জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে ‘হলি ফ্যামিলি শপকে’ ৮ হাজার টাকা এবং আমদানিকারকের স্টিকারবিহীন বিদেশি কসমেটিকস বিক্রয়ের অপরাধে ‘শাইনিং কসমেটিকসকে’ ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া।