কুরআন অবমাননাকারী ৫ দিনের রিমান্ডে

কওমি কণ্ঠ রিপোর্টার :


সুনামগঞ্জের দোয়ারাবাজারে মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র কুরআন অবমাননার অভিযোগে ডি‌জিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার আকাশ দাসকে ৫‌ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রোববার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জ চিফ জু‌ডি‌শিয়াল ম্যাজি‌স্ট্রেট আদাল‌তে আকাশকে হাজির করে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ বিচারক নির্জন কুমার মিত্র ৫ দিনের মঞ্জুর করেন। 


বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর আকর হোসেন।


এর আগে ৩ ডিসেম্বর রাতে দোয়ারাবাজার উপজেলার মোংলারগাঁও গ্রামের কলেজপড়ুয়া যুবক আকাশ দাসের ফেসবুক একাউন্ট থেকে পবিত্র কুরআন অবমাননা করা একটি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার পরপরই ধর্ম অবমানার অভিযোগে আকাশ দাশকে আটক করে দোয়ারাবাজার থানাপুলিশ।

পরে পুলিশ বাদী হয়ে আকাশ দাসকে ডিজিটাল সাইবার সিকিউরিটি মামলায় আসামি করে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠেনোর নির্দেশ দেন।


পরে আজ রোববার আদালতের নির্দেশে তাকে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ।