কওমি কণ্ঠ রিপোর্টার
সিলেটে ৬৫ লাখ টাকার ভারতীয় পণ্যসহ গ্রেফতার হয়েছেন দুই যবক। গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ছুরিচালান গ্রামের মো. কামাল হোসেনের ছেলে মোঃ হৃদয় (২২) ও সিলেটের হরিপুরের একলাস (৩২)।সিলেটের রেস্তোরাঁ
শনিবার (২৩ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- বিশেষ অভিযান পরিচালনাকালে রাত শনিবার আটটার দিকে সিলেট মহানগরীর শাহপরাণ (র.) থানাধীন সুরমা বাইপাস এলাকায় চেকপোষ্টকালে সিলেট শহরের দিকে আসা একটি কাভার্ড ভ্যান তল্লাশী করে ভারতীয় কাপড় ও কসমেটিকস উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে এজাহার দায়ের করে শাহপরাণ (র.) থানার এফআইআর রুজু করা হয়েছে।