তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায় বহাল

কওমি কণ্ঠ ডেস্ক :


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দায়ের করা চারটি চাঁদাবাজির মামলা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।  

রোববার (৫ জানুয়ারি) বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দেন। এর মাধ্যমে হাইকোর্টের দেয়া গত বছরের ২৩ অক্টোবরের রায় বহাল থাকল, যেখানে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চারটি চাঁদাবাজির মামলা বাতিল করা হয়েছিল।

হাইকোর্টে তারেক রহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন, বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার কায়সার কামাল এবং রুহুল কুদ্দুস কাজল।  

মামলার বিচারের বৈধতা নিয়ে প্রশ্ন দেখানো রুলের ওপর শুনানি শেষে গত বছরের ২৩ অক্টোবর তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চারটি চাঁদাবাজির মামলা বাতিল করেন হাইকোর্ট।

এই চারটি মামলা বাতিলের মধ্য দিয়ে তারেকের বিরুদ্ধে এখন মোট ২২টি ফৌজদারি মামলা রয়েছে।