কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট সিটি করপোরেশনের ৭নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর ও মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি আফতাব হোসেন খানের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিলেটের উপসহকারী পরিচালক মো. বেলাল হোসেন বলেন- আগুনের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট পীরমহল্লায় যায় সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খানের বাসার আগুন নিভাতে। তারা আগুন নিভাতে সক্ষম হয়েছে।
পীর মহল্লা এলাকার বাসিন্দারা জানিয়েছেন- রাত সাড়ে নয়টার দিকে একদল লোক মোটরসাইকেল নিয়ে এসে প্রথমে বাসায় ভাঙচুর চালায়। পরে তারা যাওয়ার সময় আগুন লাগিয়ে দিয়ে যায়।
গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আরেকবার সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খানের বাসায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংয়োগের ঘটনা ঘটেছিল।
ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হত্যা ও হামলার ঘটনায় সিলেটেরর বিভিন্ন থানায় হওয়া একাধিক মামলার আসামি আফতাব হোসেন খান ৫ আগস্টের পর দেশ থেকে পালিয়ে যান। বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।
মূল রিপোর্ট : সিলেটভিউ