কওমি কণ্ঠ ডেস্ক :
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন, সুজন ওরফে বাবুল (১৯) ও হানিফ (২৬)।
পুলিশ জানায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ও বুধবার ভোর ৬টার দিকে মোহাম্মদপুরের বসিলা এলাকায় পৃথক ছিনতাইয়ের চেষ্টা হয়। এসময় স্থানীয়দের গণপিটুনিতে দুইজন নিহত হন। তারা মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ‘রক্তচোষা জনি গ্রুপ’ নামে একটি চক্রের নাটা ফয়সল ও শরীফ নামের দুইজন আহত হয়েছেন। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের একজনের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এবং অন্যজনের মরদেহ পঙ্গু হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে, গত ৮ সেপ্টেম্বর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে গণপিটুনির শিকার হন দুই যুবক। তাদের মধ্যে ইয়ামিন (২৩) নিহত হন এবং ফাহিম (২৩) গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।