‘তুমি কে- আমি কে- হাদী হদী’ স্লোগানে প্রকম্পিত সিলেট, সতর্ক পুলিশ

কওমি কণ্ঠ রিপোর্টার :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে সিলেটে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। 

ইতোমধ্যে সিলেট মহানগরের বিজয় চত্বরখ্যাত চৌহাট্টায় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতবৃন্দ ও জুলাই যোদ্ধারা সমবেত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে তারা স্লোগান দিতে শুরু করেন। 

এদিকে, ওসমান হাদীর মৃত্যুর খবর জানামাত্র চৌহাট্টায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 

উপস্থিত সাংবাদিকদের বৈষম্যবিরোধী আন্দোলনের নেতবৃন্দ ও জুলাই যোদ্ধারা বলেন- ঢাকা থেকে ঘোষণা আসার পরই কর্মসূচি পালন শুর করবেন।

তবে রাত পৌনে ১২টার দিকে তারা নানা স্লোগান দিতে শুরু করেন। তাদের ‘তুমি কে- আমি কে- হাদী হদী’-সহ নানা স্লোগানে প্রকম্পিত হতে থাকে চৌহাট্টা এলাকা।