অটোরিকশার যাত্রীবেশি ছিনতাইকারী গ্রেফতার

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে সিএনজিচালিত অটোরিকশায় ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকা থেকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত ছিনতাইকারী মো. রাসেল আহমদ (২৮) মৌলভীবাজার জেলার কুলাউড়ার টিলাগাঁওয়ের মৃত আমির হোসেনের ছেলে। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- রোববার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় ছাদিক মিয়া নামে একজন সিএনজিচালিত অটোরিকশাযোগে মোগলাবাজার থানাধীন কুশিঘাট থেকে পাচঁমাইলস্থ নিজ বাড়ি যাওয়ার পথে কুচাই মাদ্রাসার সামনে পৌঁছামাত্র গাড়িতে থাকা যাত্রীবেশী ছিনতাইকারীরা ভয়ভীতি প্রদর্শন করে তার মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে যায়।

পরে ভুক্তভোগী মোগলাবাজার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সোমবার দিবাগত রাতে রাসেল আহমদ নামের ওই ছিনতাইকারীকে গ্রেফতার করে। 

এছাড়া ছিনতাই কাজে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করে পুলিশ। 

গ্রেফতারকৃত ছিনতাইকারীকে মঙ্গলবার আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারকের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।